সঠিক উত্তর হচ্ছে: তুমি কী করবে সেটা কি তুমি জান না?
ব্যাখ্যা: কি/ কী-দুটিই প্রশ্নবোধক অব্যয়। কোনো প্রশ্নের উত্তর \'হ্যাঁ\' বা \'না\' দিয়ে দেয়া সম্ভব হলে প্রশ্নবোধক বাক্যে ‘কি’ লেখা হয়। যেমন— তুমি কি যাবে? তুমি কী খাবে? কোন খাদ্য খাবে তা জানতে চাওয়া হয়েছে। \n\nজানতে চাওয়া হয়েছে।)
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।