সঠিক উত্তর হচ্ছে: শাঁখা + আরি = শাঁখারি
ব্যাখ্যা: বাংলা স্বরসন্ধি___________\nস্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
\n০১. সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন-
\nশত + এক = শতেক,
\nকত + এক = কতেক।
\nআ + আ = আ (একটি ‘আ’ লোপ)
\nশাঁখা + আরি = শাঁখারি
\nরূপা + আলি = রূপালি
\nআ + উ = উ (‘আ’ লোপ)
\nমিথ্যা + উক = মিথ্যুক,
\nহিংসা + উক = হিংসুক, নিন্দুক
\nই + এ = ই (‘এ’ লোপ)
\nকুড়ি + এক = কুড়িক, ধনিক, গুটিক\n০২. কোন কোন স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়। যেমন- যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই। এখানে (আ+ ই) এর মধ্যে ই লোপ পেয়েছে।