সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ
ব্যাখ্যা: \'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর\' - এ শাশ্বাত বাণীর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । তার আরো কয়েকটি শেষ্ঠ বাণী - \'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ\', \' গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়\' মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই\'।\n\n[তথ্যসূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]