সঠিক উত্তর হচ্ছে: টেলেমেকাস
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কারাগারে ছিলেন তখন শামসুর রাহমান তাঁকে নিয়ে নিয়ে ‘টেলেমেকাস’ (১৯৬৬ বা ১৯৬৭ সালে) কবিতাটি লিখেন। টেলেমেকাস গ্রিক বীর ইউলিসিস এর পুত্রের নাম। কবিতাটি কবির ‘নিরালোকে দিব্যরথ’ গ্রন্থে আছে।