সঠিক উত্তর হচ্ছে: ফ্রেয়ন
ব্যাখ্যা: রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয়, তার নাম ফ্রেয়ন।\n\nমিথেন এবং ইথেনের ক্লোরোফ্লুরোকার্বন যৌগসমূহকে একত্রে ফ্রেয়ন বলে। ফ্রেয়ন 12 - ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন (CCl2F2) সাধারণত ফ্রেয়ন নামে পরিচিত। এটি একপ্রকার বর্ণহীন গ্যাস। এটি সাধারণত শীতলক এবং এরোসেল চালকে ব্যবহৃত হয়।