সঠিক উত্তর হচ্ছে: কৃষ্ণকুমারী
ব্যাখ্যা: মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটককেই বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকের মর্যাদা দেওয়া হয়। মধুসূদন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে স্পষ্ট করেই লিখেছিলেন, “you must remember that the play is historical one” (সূত্রঃ মধুসূদন রচনাবলী, হরফ প্রকাশনী ১৯৭৩, পৃষ্ঠা ৩১৬)।