সঠিক উত্তর হচ্ছে: অপাদান
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, ত্যাগ, বর্জিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভুত ও রক্ষিত হয় বা যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।\nযেমনঃ \nতার চোখ দিয়ে পানি পড়ছে, জেলেরা নদী থেকে মাছ ধরছে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]