সঠিক উত্তর হচ্ছে: শুকনো হাসি
ব্যাখ্যা: বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে।\nকিছু উদাহরণঃ\nইদুর কপালে=মন্দভাগ্য\nআমড়া গাছি করা = তোষামুদে\nকাপুড়ে বাবু=বাহ্যিক সভ্য\nখিচুড়ি পাকানো=জটিল করা\nগরজ বড় বালাই =প্রয়োজনে গুরুত্ব।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]