সঠিক উত্তর হচ্ছে: ঘরে বাইরে
ব্যাখ্যা: ঘরে-বাইরে (১৯১৬) চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস।
- ঘরে-বাইরে উপন্যাসটি ১৯১৫ সালে ‘সবুজপত্রে’ প্রকাশিত হয়।
- ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত।
- এই উপন্যাসের সঙ্গে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের \'প্রিন্স অট\' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- এর উল্লেখযােগ্য চরিত্র- নিখিলেশ, বিমলা ও সন্দীপ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।