সঠিক উত্তর হচ্ছে: সর্টিং
ব্যাখ্যা: ডেটাবেজ সর্টিংঃ এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়া হচ্ছে সর্টিং। একটি ডেটা টেবিল সর্টিং করার ফলে নতুন একটি টেবিল তৈরি হয় যেখানে টেবিলের রেকর্ডগুলো সর্টিং করা থাকে। একটি টেবিল সর্টিং করার পর টেবিলে নতুন কোন ডেটা ইনপুট দিলে সর্টেড টেবিলটির কোন পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে পুনরায় সর্টিং করতে হয়। এছাড়া কোন টেবিলের ডেটা সর্টিং করলে যেহেতু টেবিলের নতুন একটি কপি তৈরি হয় তাই অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়। বাস্তবক্ষেত্রে সর্টিং এর চেয়ে ইনডেক্সিং বেশি ব্যবহৃত হয়।