সঠিক উত্তর হচ্ছে: গনঅভ্যুত্থান
ব্যাখ্যা: - আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ ১৯৮৭ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের প্রেক্ষাপট ছিলো উনসত্তরের গনঅভ্যুত্থান।
- উপন্যাসের উল্ল্যখযোগ্য চরিত্র ওসমান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।