সঠিক উত্তর হচ্ছে: শেরশাহ
ব্যাখ্যা: শেরশাহের রাজস্ব সংস্কার মধ্যযুগে এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তিনি পূ্র্বের জোতদারী ব্যবস্থা বিলুপ্ত করে রায়তওয়ারী প্রথার প্রবর্তন করেন। এ ব্যবস্থার ফলে সরকারের সাথে প্রজাদের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হয়েছিল। ভারত বর্ষের ইতিহাসে তার সময়েই সর্বপ্রথম কবুলিয়ত ও পাট্টা প্রথার শুরু হয়।