সঠিক উত্তর হচ্ছে: RAM
ব্যাখ্যা: Volatile বা উদ্বায়ী (বা অস্থায়ী) মেমোরিগুলোতে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে মুছে যায় বা হারিয়ে যায়। RAM মেমোরিতে চলমান প্রোগ্রাম, ডেটা, হিসাব - নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সংরক্ষিত এ ডেটা মুছে যায় বা হারিয়ে যায়। এটিই সকল ধরনের RAM মেমোরির (DRAM, SRAM, PRAM ইত্যাদি) অন্যতম বৈশিষ্ট।