সঠিক উত্তর হচ্ছে: অমিত্রাক্ষর
ব্যাখ্যা: মেঘনাদবধ কাব্য (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক বাংলায় রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। সেই সাথে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যও।কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত।
সূত্রঃ LiveMCQ লেকচার।