সঠিক উত্তর হচ্ছে: কবিতার কথা
ব্যাখ্যা: রূপসী বাংলা কবি হিসেবে খ্যাত জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ গুলো হলো- ঝারা পালক (প্রথম কাব্যগ্রন্থ), ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। \'কবিতার কথা\' তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]