ব্যাখ্যা: সমাস মানে সংক্ষেপ [বাক্যে শব্দের ব্যবহার কমানোর জন্য সমাস ব্যবহার করা হয়], মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।