সঠিক উত্তর হচ্ছে: সেলিয়াকাসের
ব্যাখ্যা: মেগাস্থিনিস সেলিয়াকাসের রাজদূত হিসেবে মহারাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন। তিনি একজন গ্রীস ইতিহাসবিদ ও ভূগোলবিদ ছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশে এসে ‘ইন্ডিকা’ নামক একটি পুস্তক রচনা করেন। দূর্ভাগ্যবশত এই পুস্তকটি হারিয়ে যায়। কিন্তু ইতিহাসবিদদের বিভিন্ন লেখায় তার বইয়ের অনেকগুলো অংশের উদ্ধৃতি পাওয়া যায়।