সঠিক উত্তর হচ্ছে: ২০.৯৯%
ব্যাখ্যা: বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২%) , অক্সিজেন (২০.৭১%) , আর্গন (০.৮০%) , কার্বন ডাই-অক্সাইড হিসেবে কার্বন (০.০৩%) , নিয়ন (০.০০১৮%), হিলিয়াম (০.০০০৫%), ক্রিপটন (০.০০০১২%) , জেনন (০.০০০০৯%) , হাইড্রোজেন (০.০০০০৫%) , মিথেন (০.০০০০২%) এবং আরো নানাবিধ গ্যাসীয় উপাদান বিদ্যমান ।