সঠিক উত্তর হচ্ছে: গিয়াসউদ্দিন আজম শাহ
ব্যাখ্যা: সিকান্দার শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন- গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৯৩-১৪১১ খ্রিস্টাব্দ)। তিনি ‘আজম শাহ’ উপাধি গ্রহণ করেন। তিনি জৌনপুরের রাজা খান জাহানের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। রিয়াজ-উস-সালাতিন গ্রন্থে গিয়াসউদ্দিন আজম শাহের ন্যায়বিচারের কথা উল্লেখ রয়েছে। প্রখ্যাত কবি হাফিজের সাথে তাঁর পত্রালাপ হতো। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান। রাজধানী ছিল সোনারগাঁও। \r\n\r\nগিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ্ মুহম্মদ সগীর ‘ইউসুফ-জুলেখা’ কাব্য রচনা করেন। আজম শাহের রাজত্বকালেই বিখ্যাত সুফি সাধক নূর কুতুব-উল-আলম পাণ্ডুয়ায় আস্তানা গড়ে তোলেন। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান। তাঁর মৃত্যুর পর থেকেই এ বংশের পতন শুরু হয়।