নিচের অপশন গুলা দেখুন
- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি:
- কর্ণফুলী ফার্টিলাইজার কোং লি:
- শাহজালাল ফার্টিলাইজার কোং লি:
- যমুনা ফার্টিলাইজার কোং লি:
শিল্প মন্ত্রণালয়াধীন বিসিআইসি’র নিয়ন্ত্রণে বর্তমানে দেশে ৮টি সার কারখানা রয়েছে।
- এর মধ্যে উৎপাদন ক্ষমতায় সবচেয়ে বড় সার কারখানা হলো সিলেটের - শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
- এর বার্ষিক উৎপাদন ক্ষমতা - ৫.৮১ লক্ষ মেট্রিক টন।
অন্যদিকে,
- যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা - ৫.৬১ লক্ষ মোট্রক টন।
- আয়তনে বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম সার কারখানা \"যমুনা সার কারখানা\"।
- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্হিত।
সূত্রঃ বিসিআইসি ও যমুনা সারকারখানা ওয়েবসাইট।