সঠিক উত্তর হচ্ছে: পানিপথের দ্বিতীয় যুদ্ধ
ব্যাখ্যা: ১৫৫৬ সালে আকবরের সেনাপতি বৈরাম খাঁন এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটি সংঘটিত হয়। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে সম্রাট বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় ১৭৬১ সালে আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে। অন্যদিকে ১১৯২ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মুহাম্মদ ঘোরীর মধ্যে সংঘটিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ।