সঠিক উত্তর হচ্ছে: ৫৬ মিটার
ব্যাখ্যা: ধরি, দৈর্ঘ্য = ক এবং প্রস্থ = খ
\nপ্রথম শর্তমতে, ক - খ = 4 এবং
\n২য় শর্তমতে, কখ = 192
\n এখন 192 কে ভাঙ্গলে পাওয়া যায় 16x12 = 192
\n(আরো অনেক ভাবেই বিভাজন করা যায়, তবে শুধু 16-12 = 4 হয়।)
\nতাহলে, ক = 16 এবং খ = 12,
\nএখন পরিসীমা = 2(16+12) = 2 x 28 = 56 মিটার।
\nআরও সহজ করে চিন্তা করুন_________
\n? দুটি সংখ্যার গুণফল 192 এবং ব্যাবধান 4 হলে শুরুতেই 16 x 12 =192 হয়।
\n? যেখানে 16-12=4 [ এটিও প্রশ্নের একটি শর্ত]
\n∴ উত্তর 2(16+12) = 56 মিটার।