সঠিক উত্তর হচ্ছে: মূল্যবোধ
ব্যাখ্যা: মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী রীতিনীতি ও মানদণ্ডের সমষ্টি। এটি মানুষের আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতির মধ্যে পার্থক্য করে থাকে। [তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক]