সঠিক উত্তর হচ্ছে: ঢোঁরাই চড়িত মানস
ব্যাখ্যা: সতীনাথ ভাদুড়ী রচিত বিখ্যাত উপন্যাস - \'\'ঢোঁড়াই চরিত মানস\'\'।
- দুই খন্ডে বিভক্ত উপন্যাসটির প্রথম খন্ড প্রকাশিত হয় - ১৯৪৯ সালে।
- দুই খণ্ডের এই উপন্যাসটি বিহারের প্রান্তিক জনগোষ্ঠী \'তাৎমাদের\' জীবন অস্তিত্বের সংগ্রাম নিয়ে রচিত।
- এছাড়া তাঁর আরেকটি উপন্যাস হচ্ছে - জাগরী (ভারত ছাড় আন্দোলনের পটভূমিতে রচিত)
- বিবর ও জগদ্দল - উপন্যাস দুটির রচয়িতা সমরেস বসু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।