সঠিক উত্তর হচ্ছে: সাম্যবাদী
ব্যাখ্যা: বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-\nকল্যাণকরঅর্ধেক তার করিয়াছে নারী, \nঅর্ধেক তার নর৷\n--------------------------------------------------------\nকোন রণে কত খুন দিল নর, \nলেখা আছে ইতিহাসে,কত নারী দিল সিঁথির সিঁদুর, \nলেখা নেই তার পাশে।\nউপরের কবিতার পঙক্তিগুলো কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার অংশ৷ নারী কবিতাটি তার \'সাম্যবাদী\' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]