সঠিক উত্তর হচ্ছে: ফেনী নদীর উপর
ব্যাখ্যা: ? প্রযুক্তি \r\n? বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হয়— ০১ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে। \r\n? রাজধানীতে অ্যাপভিত্তিক পরিবহন সেবার অনুমোদন দেয়— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) \r\n? দেশের প্রথম উচ্চ প্রযুক্তি জাদুঘর— কালিয়াকৈর, গাজীপুর। \r\n? ই-পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়— ২২ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n? বিশ্বের ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করে— বাংলাদেশ। \r\n? মূল্য সংযোজন কর (VAT) ফাঁকি বন্ধে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস পরীক্ষামূলক চালু করা হয়— ৩০ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে।\r\n\r\n? যোগাযোগ \r\n? তৃতীয় বোয়িং- ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়— ২২ আগস্ট, ২০১৯ খ্রি.। \r\n? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয় চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’— ১৭ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি.। \r\n? বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু- ১ নির্মিত হচ্ছে— ফেনী নদীর উপর। \r\n? বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর অবস্থান বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়ে এবং ভারতের সাব্রুম। \r\n? কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হয়— ১৬ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে। \r\n? মতিঝিল উত্তরা মেট্রোরেল চালু হবে— ১৬ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে।