সঠিক উত্তর হচ্ছে: বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
ব্যাখ্যা: শীতের শুষ্ক আবহাওয়াই ত্বক ফাটার অন্যতম কারণ। বিজ্ঞানীদের মতে, শীতকালে সূর্য হেলানো ভাবে কিরণ দিলেও তা সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। শীতকালে বায়ুতে তেমন কোনো জলীয় বাষ্প থাকে না। কোনো জলীয়বাষ্প না থাকায় সেই শুষ্ক বায়ুতে চারপাশ থেকে পানি জলীয় বাষ্পে পরিণত হয়।