সঠিক উত্তর হচ্ছে: দৌলত কাজী
ব্যাখ্যা: পুরুষানুক্রমে মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোক কাহিনী বা লৌকিক কাহিনী বলা হয়। এর মূল ভিত্তি কল্পনা। স্বর্গ-মত্য পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত। দেব দৈতা, জীন-পরী, রাক্ষস-খোক্ষস রাজা প্রজা সাধু-সন্ন্যাসী, পীর-ফকির কৃষক-তাতি, কামার কুমার ইত্যাদি বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয়। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হিসেবে দৌলত কাজীই অগ্রগণ্য। দৌলত কাজী \'সতীময়না ও লোর চন্দ্রানী কাব্য রচনা করে মানবীয় আযায়িকার যারা প্রবর্তন করেন।