সঠিক উত্তর হচ্ছে: ভদ্রার্জুন
ব্যাখ্যা: তারাচরণ শিকদার রচিত \'ভদ্রার্জুন\' বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। তাছাড়া রামনারায়ণ তর্করত্ন রচিত \'কুলীনকুল সর্বস্ব\' বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক হিসেবে স্বীকৃত। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]