সঠিক উত্তর হচ্ছে: তিলে তৈল হয়
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।\nউদাহরণ:\nবিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।\nগৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।\nজাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়।\nবিরত: পাপে বিরত হও।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]