সঠিক উত্তর হচ্ছে: দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ব্যাখ্যা: অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দ মিশ্রিত কাব্যকে বলে- ‘দোভাষী পুঁথি’।\n* পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি- ফকির গরীবুল্লাহ।\n* পুঁথি সাহিত্যের ভাষার বৈশিষ্ট্য- ইসলামী চেতনা সম্পৃক্ত।\n* দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্যকে বলা হয়- বটতলার পুঁথি।