সঠিক উত্তর হচ্ছে: ক্রিয়াপদ
ব্যাখ্যা: বাক্যের অপরিহার্য অঙ্গ হলো ক্রিয়াপদ।
বাক্যের অন্তর্গত যে–পদ কোন কাজ সম্পাদন করা বোঝায় অর্থাৎ করা, হওয়া, থাকা, যাওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে \'ক্রিয়াপদ\' বলে।
যেমন- আমি স্কুলে যাচ্ছি।
সূর্য উঠেছে।
বাগানে ফুল ফুটেছে।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ