সঠিক উত্তর হচ্ছে: জসীমউদ্দীন
ব্যাখ্যা: পল্লীকবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।\nতার রচিত কাব্যগ্রন্থঃ\nরাখালী (১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), ধানখেত (১৯৩৩), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), হাসু (১৯৩৮)।\nনাটকঃ\nপদ্মাপার (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা (১৯৫১), পল্লীবধূ (১৯৫৬)\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ (একাদশ ও দ্বাদশ শ্রেণী)]