সঠিক উত্তর হচ্ছে: কাজেম আল কোরেশী
ব্যাখ্যা: কবি কায়কোবাদ ১৮৫৭ সালে (বর্তমানে বাংলাদেশের) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আল কোরেশীর পুত্র।\nকবি কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।\nকবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।\nতিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।\nকবি কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থঃ \nবিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ)\nকুসুম কানন (১৮৭৩)\nঅশ্রুমালা (১৮৯৬);\nমহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য\nশিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১),\nঅমিয় ধারা (১৯২৩),\nশ্মশানভষ্ম (১৯২৪)\nমহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ\' কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য।\nশ্মশান ভসন (১৯৩৮)\nপ্রেমের বাণী (১৯৭০)\nপ্রেম পারিজাত (১৯৭০)।\n[তথ্যসূত্রঃ রফিক আহমেদ একুশের দিনলিপি]