সঠিক উত্তর হচ্ছে: মেঘলা
ব্যাখ্যা: বিদেশি তদ্ধিত প্রত্যয় - সই, বাজ, ওয়ালা, ওয়ান যোগে গঠিত শব্দঃ জুত + সই = জুতসই, বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা, দার + ওয়ান = দারোয়ান, ধোঁকা + বাজ = ধোঁকাবাজি ইত্যাদি। অপরদিকে, বাংলা তদ্ধিত প্রত্যয় \'লা\' যোগে গঠিত শব্দঃ মেঘ + লা = মেঘলা। \n [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]