নিচের অপশন গুলা দেখুন
- অপঃ + অগ্নি = অবগ্নি
- সম + প্রদান = সম্প্রদান
- পরিঃ + ছেদ = পরিচ্ছেদ
- অন্তঃ + গত = অন্তর্গত
পূর্বপদের শেষে যদি বিসর্গ (র - জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ/ন থাকে, কিংবা অন্তঃস্থ বর্ণ (য্/র্/ল) অথবা হ থাকে।
তবে সন্ধির ফলে বিসর্গ - রেফ এ রূপান্তরিত হয় এবং তা পরে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
- অন্তঃ + গত = অন্তর্গত।
- দুঃ + জন = দুর্জন।
প্রশ্নের ভুল সন্ধিগুলোর সঠিক রূপান্তরঃ
- পরি + ছেদ = পরিচ্ছেদ
- অপ্ + অগ্নি = অবগ্নি
- সম্ + প্রদান = সম্প্রদান।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷