সঠিক উত্তর হচ্ছে: ফুলে উঠে
ব্যাখ্যা: অমাবস্যা, পূর্ণিমা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, সূর্য ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখন চাঁদ ও সূর্যের প্রবল আকর্ষণে মুখ্য জোয়ার আরও তেজি হয়ে ওঠে।
এই তেজী মুখ্য জোয়ারকে ভরা কটাল বা তেজ কটাল বলে।
ভরা জোয়ারে সবচেয়ে বেশি জল ফুলে ওঠে।