সঠিক উত্তর হচ্ছে: কর্ণফুলী
ব্যাখ্যা: কর্ণফুলী\' উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। চাকমাদের জীবন সংগ্রামের চিত্রই এই উপন্যাসের উপজীব্য।তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষে রাত বসন্তের প্রথম দিন, ক্ষুধা ও আশা, খসড়া কাগজ, শ্যামল ছায়া সংবাদ, অন্তরীক্ষে বৃক্ষরাজি, স্বপ্নশীলা,কালো জ্যোৎস্নাময় চন্দ্রমল্লিকা, বিশৃঙ্খলা ইত্যাদি। \'নরকে লাল গোলাপ\' আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটকঃ মরোক্কোর জাদুঘর, ধন্যবাদ, মায়াবী প্রহর, সংবাদ শেষাংশ ইত্যাদি। নিখোঁজ সনেটগুচ্ছ তাঁর রচিত কাব্যগ্রন্থ। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]