সঠিক উত্তর হচ্ছে: ২০ জানুয়ারী
ব্যাখ্যা: শহীদ আসাদ দিবস” পালিত হয় ২০ জানুয়ারি।\nগণঅভ্যুত্থানের প্রথম শহীদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ।২০ জানুয়ারি ১৯৬৯ সালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।আসাদের স্মরণে ঢাকার মোহাম্মদপুরে \'আইয়ুব গেট\' এর পরিবর্তে \'আসাদ গেট\' নামকরণ করা হয়।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী ]