সঠিক উত্তর হচ্ছে: শ্রীকৃষ্ণকৃর্তন
ব্যাখ্যা: ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে অযত্নরক্ষিত অবস্থায় এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন।১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে \'শ্রীকৃষ্ণকীর্তন\' নামে পুথিটি প্রকাশিত হয়;যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল \'শ্রীকৃষ্ণসন্দর্ভ\'।\n[তথ্যসূত্রঃ লাল নীল দিপাবলী হুমায়ূন আজাদ ]\n\n