সঠিক উত্তর হচ্ছে: সাহিত্যপত্র
ব্যাখ্যা: সাহিত্যপত্র ১৯৪৮ সালে বিষ্ণু দে কর্তৃক প্রকাশিত পত্রিকা। সাহিত্যের ভবিষ্যৎ ১৯৬৮ সালে প্রকাশিত বিষ্ণু দে রচিত প্রবন্ধগ্রন্থ। বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকার নাম “প্রগতি”। পত্রিকাটি ১৯২৭-১৯২৯ প্রকাশিত হয়। বঙ্গদশর্ন বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকা। প্রকাশিত হয় ১৮৭২ সালে। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]