সঠিক উত্তর হচ্ছে: অপাদানে ষষ্ঠী
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, ত্যাগ, বর্জিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভুত ও রক্ষিত হয় বা যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমনঃ গাছ থেকে পাতা পড়ে। পাতার বিচ্যুতি হচ্ছে বলে এটি অপাদান কারক। -র, -এর, -দের, -গুলির, -গুলোর এগুলো ষষ্ঠী বিভক্তি নির্দেশ করে\nএখানে বাঘের ভয় অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়েছে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ