নিচের অপশন গুলা দেখুন
- ব্যঞ্জনসন্ধি
- স্বরসন্ধি
- নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
- নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
\'অন্যান্য = অন্য + অন্য\' নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ।
যেসব স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন,
- কুল + আটা = কুলাটা। (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)
- গো + অক্ষ= গবাক্ষ। (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা)
- প্র + ঊঢ় = প্রৌঢ়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।