সঠিক উত্তর হচ্ছে: চীন দার্শনিক
ব্যাখ্যা: কনফুসিয়াস প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ। তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান।