সঠিক উত্তর হচ্ছে: বুড়ীর নাতিটা ছিল অন্ধের যষ্ঠি, সেও মারা গেল
ব্যাখ্যা: বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। যেমনঃ অন্ধের ষষ্ঠী (একমাত্র অবলম্বন) – বিধবা মায়ের অন্ধের ষষ্ঠী পুত্রটিও শেষে মারা গেল।\nঅরণ্যে রোদন (নিষ্ফল আবেদন), তুলসী বনের বাঘ (ভন্ড), অকালকুষ্মান্ড (অপদার্থ), ইদুর কপালে (মন্দভাগ্য), আমড়া গাছি করা (তোষামুদে) ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, হায়াৎ মামুদ]