নিচের অপশন গুলা দেখুন
- অঘোষ ধ্বনি
- ঘোষ ধ্বনি
- মহাপ্রাণ ধ্বনি
- অল্পপ্রাণ ধ্বনি
অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি : বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় কিছু ব্যঞ্জনধ্বনির সাথে একটি বাড়তি হ ধ্বনি যুক্ত করে উচ্চারণ করা হয়। এই সকল ধ্বনিতে মূল ধ্বনির সাথে হ ধ্বনিটি এমনভাবে মিশে থাকে যে, তাকে পৃথক শোনা যায় না। এই বিচারে ব্যঞ্জনধ্বনিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়। যেমন―
অল্পপ্রাণ (Unaspirated) : ক। যে সকল ব্যঞ্জনধ্বনির সাথে হ ধ্বনি যুক্ত হয় না, তাকে অল্পপ্রাণ (Unaspirated) ধ্বনি বলে। বাংলাতে এই জাতীয় ব্যঞ্জন ধ্বনিগুলো হলো- ক, গ, ঙ, চ, জ, ঞ, ট, ড, ণ, ত, দ, ন, প, ব, ম, র, ল এবং ড়।
মহাপ্রাণ (Aspirated) : যে সকল ব্যঞ্জনধ্বনির সাথে হ ধ্বনি যুক্ত হয়, তাকে মহাপ্রাণ (Aspirated) ধ্বনি বলে। বাংলাতে এই জাতীয় ব্যঞ্জন ধ্বনিগুলো হলো- খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, ঢ় এবং হ।