সঠিক উত্তর হচ্ছে: সেলিম আল-দীণ
ব্যাখ্যা: \'চাকা\' গ্রন্থটির রচয়িতা - সেলিম আল - দীন।
\n\nসেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
\n\nতিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
\n\nউল্লেখযোগ্য নাটকসমূহ সম্পাদনা:
\n\nজন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫),
\n\nবাসন (১৯৮৫),
\n\nমুনতাসির ফ্যান্টাসী( তন্ময় দাস ),
\n\nশকুন্তলা,
\n\nকীত্তনখোলা (১৯৮৬),
\n\nকেরামতমঙ্গল (১৯৮৮),
\n\nযৈবতী কন্যার মন (১৯৯৩),
\n\nচাকা (১৯৯১)।