সঠিক উত্তর হচ্ছে: কসমিক ইয়ার
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় প্রয়ােজন হয়, তাকে কসমিক ইয়ার বলে। আমাদের ছায়াপথের কসমিক ইয়ার হলাে ২০ কোটি আলােকবর্ষ। আলাে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলােকবর্ষ বলে। যে সময়ে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসে সে সময়কে বলা হয় এক সৌরবছর।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆