সঠিক উত্তর হচ্ছে: মূল ও কাণ্ডের অগ্রভাগে
ব্যাখ্যা: উদ্ভিদ দেহে দুই ধরনের কলা থাকে। যথা -
\n? ভাজক কলা : যে কলার কোষগুলোর বিভাজনে সক্ষম, তাকে ভাজক কলা বলে। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে এ কলা অবস্থান করে। মূল ও কাণ্ডের অগ্রভাগে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়।
\n? স্থায়ী কলা : যে কলার কোষগুলো বিভাজনে অক্ষম, তাকে স্থায়ী কলা বলে।