সঠিক উত্তর হচ্ছে: সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা: সিকান্দার আবু জাফর কর্তৃক রচিত \'সিরাজউদ্দৌলা\' একটি ঐতিহাসিক নাটক। সিকান্দার আবু জাফর রচিত অন্যান্য গ্রন্থাবলি; কবিতাঃ প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, কবিতা, বৃশ্চিকলগ্ন ইত্যাদি। উপন্যাসঃ মাটি আর অশ্রু, জয়ের পথে, পূরবী। নাটকঃ মহাকবি আলাওল, শকুন্ত উপাখ্যান। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]